প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৩:৫১ পি.এম
মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন: ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন
রিয়াজ ফরাজি

মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন: ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন
রিয়াজ ফরাজি
ভোলা জেলার কৃতি সন্তান বীরবন্ধু খ্যাত জিয়া পরিবারের আস্থাভাজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াসউদ্দিন আল মামুন কে মানি লন্ডারিং মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
অর্থপাচারের অভিযোগে করা মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে মামলাটি থেকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গিয়াসউদ্দিন আল মামুন এর আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, ২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা, ১২ কোটি টাকা অর্থদন্ড এবং ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করেন। ইতোমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন।
তবে স্বাধীন বিচারিক রায়ে এই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দেন।
জিয়া পরিবারের সাথে ঘনিষ্টতার কারনে তাকে বিভিন্ন মামলা দিয়ে হেনস্তা করা হয় ওয়ান ইলেভেনের সময়ে। গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করে জরুরী সরকার। ২০০৭ সালের ৩০ জানুয়ারি গ্রেফতার হন গিয়াস উদ্দিন আল মামুন। চলতি বছরের ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.