রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শুনানিতে জামায়াতের আইনজীবীরা বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।
শুনারি বিষয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, “আপিলের ওপর আজকে আংশিক শ্রুত হিসেবে গণ্য হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির জন্য থাকবে। আজকে মূলত প্রাথমিক পর্যায়ে শুনানি হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট জামায়াতের আইনজীবীরা দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছিলেন।
গত ৩১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবীত (রেস্টোরেশন পিটিশন) করতে আবেদন করা হয়। পরে গত ২২ অক্টোবর শুনানি নিয়ে ২৮৬ দিন বিলম্ব মার্জনা করে নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে নির্বাচন কমিশন। সে সময় ৩৮টি দলকে নিবন্ধন দেওয়া হয়। এর মধ্যে জামায়াতে ইসলামীও ছিল।