ফুটপাত দখল করে বসছে কাঁচাবাজার, যানজটের চরম ভোগান্তিতে নগরবাসী।
মো: সুরুজ। স্টাফ রিপোর্টার। ভাষানটেক। ঢাকা।
রাজধানীর ভাষানটেক এলাকায় মিরপুর ১৪ নম্বর থেকে কচুক্ষেত পর্যন্ত এভাবে প্রতিদিন ফুটপাত ও সড়কপথ দখল করে চলছে কাচামালের ব্যবসায় ফলে সৃষ্টি হচ্ছে তিব্র যানযট। চারলেনের এই রাস্তার তিন লাইনই হকারদের দখলে। মানুষের পায়ে চলাচলের রাস্তাও দখল করে চলছে হকারি ব্যবসা। ফুটপাতে হকারদের দখলে থাকায় লোকজনকে হাটতে হচ্ছে সড়কের মাঝ খানদিয়ে ফলে ঘটছে দূর্ঘটনার মত ঘটনা। অথচ এ বাজারের ৫০ গজ দূরে ট্রাফিক পুলিশ বক্স এবং ২০০ গজ দূরে ভাষানটেক থানা।
রাজধানীর বিভিন্ন স্থানে হকার উচ্ছেদের পদক্ষেক নিলেও এখানকার হকার উচ্ছেদে এখনো প্রসাশনের নেই কোন তৎপরতা।
৫ই আগষ্টে সরকার পতনের পর প্রশাসনের নিরব ভূমিকায় থাকার কারনে কেউ আইন শৃঙ্খলা মানছেন না ফলে এরকম অনিয়োম করে হাকাররা যেখানে সেখানে শুরু করছে হকারি ব্যাবসায়।
অনতিবিলম্বে এর কর্য়কারী ব্যবস্থা গ্রহন না করলে যানযটের নিরসনের কমবে না এবং যে কোন সময় প্রণনাশের মত ঘটনাও ঘটতে পারে।