স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা শীর্ষ সন্ত্রাসী সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাতে এ অভিধান চালানো হয়।আটক সেলিম চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন জানান, সন্ত্রাসী সেলিম চাঁদাবাজি ঘের দখল, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। আজ ভোর রাতে পুলিশের ও সেনাবাহিনীর যৌথ টিম উপজেলার ভাদড়া গ্রামে অভিযান চালিয়ে সেলিমকে আটক করে।
এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।