সংবাদ ৭১ ডেস্ক
উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ শতাধিক ব্যক্তি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুদিন আগে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর অফিস। তারা জানায়, ভূমিধসের কবলে পড়ে বুলামবুলি জেলা। পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে অন্তত ৪০টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু স্থাপনা। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।