বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ স্বৈরাচারকে বিতারিত করেছে।আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।’
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দেশে শুধু মেধা, মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট থাকলে হবে না, মেধাবী খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এ জন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মী, দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে- এমন মানুষ তৈরি করতে হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে।
তারেক রহমান আরও বলেন, শহীদ জিয়ার ক্ষমতায় ‘নতুন কুঁড়ি’ নামে একটি অনুষ্ঠান চালু ছিল। যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।