নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত থেকে ওই দুই নারীকে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, খুলনা সদরের মো. দেলোয়ার হোসেন মেয়ে স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুর জেলার নাজিরপুরের মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার (২৩)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশি এই দুই তরুণী প্রায় ৩ মাস আগে অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে টাকার বিনিময়ে ভারতীয় রাহুল দাস ও বাংলাদেশি মো. সাইমুন নামে মানবপাচারকারীর সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন তারা। এসময় ফকিরমোড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে।