স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছার আহমদ নগর বাজার সংলগ্ন কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের জমিদাতা কয়ারপাড়া গ্রামের কৃতিসন্তান আমেরিকার লং আইলান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক লোক প্রশাসন বিভাগের প্রধান বিশিষ্ঠ অর্থনীতিবিদ শওকত আলী।
এ সময় চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ পায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দিন, ঢাকার বনানী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক কবিরুল ইসলাম, মাসুদ পারভেজ, ইঞ্জিঃ রাজু আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে আমেরিকা প্রবাসী শওকত আলী নিজ গ্রাম কয়ারপাড়ায় অবস্থিত রওশন আরা সোলাইমান হোসেন নুরানী মাদ্রাসা এন্ড প্রিকে স্কুল পরিদর্শনে যান। এ সময় স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে তিনি ওই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগীতায় নগদ এক লাখ টাকা অনুদান দেন।