বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিওড় ইউপি
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে আজ শনিবার (১৬ নভেম্বর) বিকালে বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এ টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন দিওড় ইউনিয়ন বনাম জোতবানী ইউনিয়ন, ফুল টাইম খেলায় কোনো দল গোল না দিতে পারায় পরে ট্রাইবেকারে দিওড় ইউনিয়ন চ্যাম্পিয়ন ও জোতবানী ইউনিয়ন রার্নাস আপ হয়েছে। পরবর্তীতে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি, খেলোয়ারদের মেডেল এবং নগদ অর্থ ও অমন্ত্রিত অতিথি বৃন্দুদের সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, দিওড় ইউনিয়নের চেয়ারম্যান মালেক মন্ডল, জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ অনেকে।