হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বড় ছেলে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার করা হয়েছে হাজী সেলিমকেও। পলাতক ছিলেন সোলায়মান সেলিম।