বিশেষ সংবাদদাতা
অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার ১৩ নভেম্বর সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন।
দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে; অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যাক্তিদের উপদেষ্টা করা হচ্ছে। এসব কারণে দেশের মানুষ মানুষ অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করতে পারে; তাই সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপিও সংস্কার চাই; তবে সেটা দেশের মানুষের বিপক্ষে গিয়ে নয়। তাই ফ্যাসিস্টদের যেকোন ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।