প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১১:০৫ এ.এম
সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে
বিশেষ সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে পুলিশ আদালতে নিলে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.