ইবিতে চারুকলা বিভাগের আমরণ অনশন
মো. আসাদ উল্লাহ, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে বসেছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা নানামুখী স্লোগান দিতে থাকেন। ‘ জোর যার মুল্লুক তার, প্রশাসনের কি দরকার’, ‘ দাবি না অধিকার, অধিকার অধিকার ‘, মাঠ নাকি ক্লাস রুম, ক্লাস রুম ক্লাস রুম ‘, শ্রেণীকক্ষের সংকট, দূর হোক দূর হোক ‘, ‘ আমাদের সংগ্রাম, চলছে চলবে ‘। পরে বিকালে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির পনেরো জন শিক্ষার্থী।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন।
তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ প্রথমে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে প্রশাসন ভবনের সামনে বিকাল তিনটায় আমরণ অনশনে বসেন বিভাগটির পনেরো জন শিক্ষার্থী।
বিভাগের শিক্ষার্থীরা জানান, আমরা দীর্ঘদিন যাবত ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোন রুম নাই। এভাবে তো একটা বিভাগ চলতে পারেনা। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি। রুমগুলো বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “উপাচার্য ও কলা অনুষদের ডিন ঢাকায় আছেন। আগামীকাল আসবেন। আগামীকাল বিষয়টা সমাধান করা হবে।”