টঙ্গীর কেরানীরটেক বস্তিতে ও আবাসিক হোটেলে- সংবাদ পেয়ে রাতভর অভিযান চালিয়েছ যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ শতাধিক জড়িত ব্যক্তি আটক হয়েছে। এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচ শ সদস্য অংশ নেন।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানায় আটককৃতদের সোপর্দ করে উদ্ধারকৃত মালামাল জমা দেওয়া হয়।
অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।
গত ২৮ অক্টোবর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে।