
ইবিতে স্থায়ী শ্রেণীকক্ষের দাবিতে তিন বিভাগের অবস্থান কর্মসূচি
মো. আসাদ উল্লাহ, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা স্থায়ী শ্রেণীকক্ষ বরাদ্দের দাবিতে প্রশাসন ভবনের সামনে ত্রিমুখী অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার (০৩ নভেম্বর) তিন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা স্থায়ীভাবে শ্রেণীকক্ষ বরাদ্দের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে কিছু রুম বরাদ্দ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগ দখলে নেয়। পরে তিন বিভাগের শিক্ষার্থীরাই স্থায়ী শ্রেণীকক্ষ বরাদ্দের দাবিতে আন্দোলনে নামেন।
পরে আলাদাভাবে উপাচার্যের সাথে দেখা করেন তিন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং তিন বিভাগের সভাপতি ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘রবীন্দ্র-নজরুল কলা ভবনের রুম বন্টনের দায়িত্বে ছিলেন কলা অনুষদের ডিন। তিনি বর্তমানে ক্যাম্পাসে নেই। তিনি ফিরলে তিন বিভাগের সভাপতিদের সাথে নিয়ে যৌক্তিক সমাধানের চেষ্টা করবো।’