বিশেষ সংবাদদাতা
রাজধানীর খিলক্ষেতের কুড়িল ফ্লাইওভারের উপরে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
আজ শনিবার ২ নভেম্বর সকাল ৬টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মৃত্যু হয় তার।
ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শাহাজালাল লিখন জানান, রাতের দিকে পায়ে হেঁটে খিলগাঁও ফ্লাইওভার পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ওই বৃদ্ধকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই বৃদ্ধ। প্রাথমিকভাবে বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ ভোরের দিকে মুমূর্ষ অবস্থায় ওই বৃদ্ধকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমরা প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।