স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর ক্ষুদ্র ও প্রাম্ভিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
চৌগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, সুখপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার ইমদাদুল হক প্রমুখ। এরপর উপজেলার ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।