প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৫:৪৬ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ-সমর্থকদের শাস্তির দাবিতে বিক্ষোভ
মো. আসাদ উল্লাহ, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ-সমর্থকদের শাস্তির দাবিতে বিক্ষোভ
মো. আসাদ উল্লাহ, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদ-সমর্থকদের সর্বোচ্চ শাস্তি ও প্রশাসনিক পদ থেকে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলে বক্তারা ফ্যাসিবাদ-সমর্থকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই অভ্যুত্থানে জড়িত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক পদ থেকে তাদের সরিয়ে দিতে হবে।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে ভর্তি ও চাকরি হবে। কোনো কোটা ব্যবহার করা যাবে না।”
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.