প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ১০:৪৪ এ.এম
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ২৪
বিশেষ সংবাদদাতা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ২৪ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এতে বলা হয়, রোববার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম ব্যাপারী সেলিম, দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক হয়।
এছাড়াও জেনেভা ক্যাম্প মাদক চক্রের ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প এলাকা থেকে মোট ২২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.