প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৩:৩৭ পি.এম
সাবেক ডিএমপি কমিশনারসহ ১৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিশেষ সংবাদদাতা
জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ বাংলাদেশ পুলিশের ১৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ পরোয়ানা জারি করেছেন।
এর আগে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এ আবেদন করেন। এ বিষয়ে শুনানিও করেন তিনি।
এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘গণহত্যায় সরাসরি জড়িত পুলিশ সদস্যের আইনের আওতায় আনা হবে। নিরিহদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.