সিরাজগঞ্জে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা জেলার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানাধীন চক কোবদাসপাড়া গ্রামে মো. মেরাজ নামক এক যুবককে হত্যার চেষ্টা, তার পরিবারের ওপর হামলা, নগদ অর্থ ও মূল্যবান সম্পত্তি লুটের অভিযোগে করা মামলার প্রধান আসামি হিসেবেও চিহ্নিত হন হোসেন আলী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোছাঃ শিল্পি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করেন। র্যাবের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় এবং র্যাব-২ ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে হোসেন আলীকে গ্রেফতার করা হয়।