বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম সেলিম ওরফে ‘ঠেলা সেলিম’।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানিয়েছেন, জুলাই-আগস্টে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছিলেন সেলিম। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। সেলিম ওরফে ‘ঠেলা সেলিম’ একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।