সংবাদ ৭১ ডেস্ক
নাটক-সিনেমার প্রচারণার জন্য নানা অভিনব কৌশল অবলম্বন করেন তারকারা। কখনও কখনও কিছু কৌশলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যেমন, জরায়ু ক্যানসারের সচেতনতা তৈরি করতে মৃত্যুর গুজব পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে! এসব প্রচারণা অনেক সময় দর্শকদের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। গত সোমবার ২১ অক্টোবর মধ্যরাতে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুক লাইভে এসে এমনই একটি নাটকীয় কাণ্ড ঘটালেন; যা একদিকে দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে, আবার এ নিয়ে রয়েছে সমালোচনাও।
অভিনেত্রী লাইভে এসে এক ভৌতিক ঘটনার বর্ণনা দেন। তাঁর কথা শুনে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল সাজানো নাটক। এর আগে গায়ক তাহসান ও অভিনেত্রী ফারিণও একই ধরনের নাটকীয় প্রচারণায় অংশ নিয়েছিলেন, যেখানে তারা একটি শপে আটকে পড়ার গল্প বলে দর্শকদের বোকা বানান।