*প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় উস্থি বিধায়ক জনসংযোগ কার্যালয়ে ২৯ শে অক্টোবর বিজয়া সম্মেলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়*
*বাইজিদ মণ্ডল মগরাহাট:•* প্রতি বছরের ন্যায় এবারও মগরাহাট পশ্চিম বিধানসভা তৃনমূল কংগ্রেসের আহ্বানে এবং মগরাহাট পশ্চিম বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় উস্থি বিধায়ক জনসংযোগ কার্যালয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে আসছে।সেই মতো আগামী ২৯ শে অক্টোবর বিজয়া সম্মেলনি অনুষ্ঠিত হবে। তারই আগে এদিন উস্থি বিধায়ক জনসংযোগ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্তিত মগরাহাট পশ্চিম বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি, মগরাহাট পশ্চিম ব্লক যুব কার্যকরী সভাপতি নাজবুল দপ্তরী এছাড়াও উপস্তিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক তৃনমূল কংগ্রেসের সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা জানান সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মগরাহাট পশ্চিম বিধানসভা তৃনমূল কংগ্রেসের আহ্বানে আগামী ২৯ শে অক্টোবর বিজয়া সম্মেলোনি অনুষ্ঠিত হবে। আর সেই বিজয়া সম্মেলনী সফল করতে তারই আগে উস্থি তে তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এ এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এখানে তৃনমূল কংগ্রেসের দলীয় পুরুষদের পাশাপাশি মহিলা কর্মী সমর্থক দের উপস্তিত ছিল চোখে পড়ার মতো।