পাইকগাছার রাড়ুলী ইউ এফ ডি ক্লাবের জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শাহীন রাজা
খুলনা পাইকগাছার রাড়ুলী ঐতিহ্যবাহী ইউএফডি ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই ক্লাবটি ১৯৫৮ সাল থেকে বিভিন্ন ধরেনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। যার ফলে অত্র ক্লাবটি অত্রঅঞ্চলের জনপদের মানুষের কাছে অতীবও জনপ্রিয়তা অর্জন করেছে।
অত্র ক্লাব দক্ষিণ অঞ্চলের প্রাচীন ক্লাবের মধ্যে অন্যতম একটি, যা স্বাধীনতার এক যুগ পূর্বে স্থাপিত হয়েছিল। দীর্ঘদিন সুনামের সহিত বিভিন্ন উৎসব উদযাপন করে থাকে। গককাল ১৯ অক্টোবর শনিবার বিকেল ৩ ঘটিকায় ,৮ দলীয় নকআউট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সাবেক ও বর্তমান উপদেষ্টা কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পাইকহাছা উপজেলা বিএন পির সভাপতি ডাঃ আব্দুল মজিদ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, অত্র ক্লাবের সাবেক সভাপতি এস এম নাজির আহমেদ ও বর্তমান ক্লাবের সভাপতি এ্যাড,আব্দুল্লাহ আল-মামুন (সুমন) উপদেষ্টা মন্ডলীর সদস্য আঃ সামাদ আজাদ (বাবু) জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষায়ক সহসম্পাদক শেখ হাবিবুর রহমান।
প্রাণ কৃষ্ণ দাস, মোহনলাল দাস,কালাম হোসেন সরদার, স.ম.ছহিল উদ্দিন সরদার, মাওলানা আজিজুর রহমান (সুপার খরিয়াটি মাদ্রাসা) টি এম মহিউদ্দিন (শিমুল) জি এম মাসুম বিল্লাহ এছাড়া আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন এবং সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ পাশাপাশি অত্র ক্লাবের সকল খেলোয়াড়গণ।
উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী দল হিসেবে সুযোগ পান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুন্দুলিয়া ফুটবল একাদশ ও একই জেলার তালা উপজেলার ডেভিড বেখাম কর্তৃক প্রচালিত সেন্টমেরি ফুটবল একাদশ।
উক্ত খেলায় নিদিষ্ট সময়ে আশাশুনি কুন্দুলিয়া ফুটবল একাদশ ১ গোল করেন এবং তালা সেন্টমেরি ফুটবল একাদশ ৩ টি গোল করেন।
সেই সুবাতে তালা সেন্টমেরি ফুটবল একাদশ ৩ -১ গোলে জয় লাভ করেন।
উক্ত খেলায় উভয় দলে ১ একজন করে বিদেশি খেলোয়াড় অংশ নেন আশাশুনি দলে নাইজেরিয়ান খেলোয়াড় ফেভার ও তালা দলের হয়ে অংশ নেন নাইজেরিয়ান খেলোয়াড় চার্চ।
উক্ত খেলার চ্যাম্পিয়ন পুরস্কার প্রাইজমানি ৩০,০০০/ ( ত্রিশ হাজার টাকা)। এস বি ব্রিকস এর স্বত্তঅধিকারী ডালিম সরদার পক্ষ থেকে প্রদান করা হয় এবং রানার আপ প্রাইজ মানি ২০,০০০/( বিশ হাজার টাকা) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদু শিল্পী এস রহমানের সৌজন্য প্রদান করা হয়। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তালা সেন্টমরি ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় চার্চ তিনি ডি বক্সের দূর থেকে দৃষ্টি নন্দন একটি শর্টের মাধ্যমে একটি গোল করেন। উক্ত খেলায় ম্যাচ পরিচালক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের অনুমোদিত পরিচালক রাজু আহম্মেদ এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন উত্তম বাছাড় ও মিনারুল ইসলাম ধারা বিবরণীতে ছিলেন মনিরুল ইসলাম( মনি) ও শাহীন রাজা।