রাষ্ট্রবিরোধী আচরণ ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১৫৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে গ্রেপ্তার হয়েছেন পাঁচ জন।
শুক্রবার রাতে চান্দিনা থানার ওসি মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মিল্টন ঘোষ বাদী হয়ে মামলাটি করেছেন।
বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে আন্দোলনের নামে গ্রাহক ভোগান্তি করায় কুমিল্লার চান্দিনায় অবস্থিত এই সমিতির বিরুদ্ধে শুক্রবার দুপুরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে মামলাটি করা হয়েছে। মামলায় ছয় জনের নাম উল্লেখ করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ১০০ থেকে ১৫০ কর্মকর্তা-কর্মচারীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারে পেকুয়া উপজেলার বাইমানা গ্রামের নূরুল আনোয়ারের ছেলে সহিদুল ইসলাম (২৬), চাঁদপুরের মতলব উপজেলার কামানকান্দি মাথাভাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৮), চট্টগ্রামের হাটহাজারি উপজেলার খন্দকিয়া গ্রামের সিকদার চৌধুরীর ছেলে ফয়সাল চৌধুরী (৩৭), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পবনপুর তারাবো গ্রামে ফরিদ উদ্দিনের ছেলে তানভীর আহমেদ (৩৩), ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সদরের খায়রুল কবিরের ছেলে মিজানুর রহমান সাগর (৩০)। তারা সবাই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারী।