ছাত্র-জনতার গণআন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামি আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চার পুলিশ কর্মকর্তাই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় কর্মরত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাইদের সই করা এক আদেশে এই অনুমতির কথা জানানো হয়েছে। এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়।
গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম।