স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছার সুনামধন্য প্রতিষ্ঠান তরিকুল ইসলাম পৌর কলেজ তার সাফল্যের ধারাবাহিকতা অব্যহত রেখেছেন। গতকাল ঘোষিত ফলাফলে এই বিদ্যাপিঠ হতে ৮৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৭০ শিক্ষার্থী। এবছর কলেজটি হতে মোট ১০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯১ জন পাশ করেছেন। ফল ঘোষনার পর কলেজ চত্তরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লাসে ফেটে পড়েন। ২০২৩ এ ফলাফল ছিল ৯৮ শতাংশ বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
তবে অনেক অভিভাবক চৌগাছার কিছু কিছু কেন্দ্রের পরীক্ষা পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই সকল কেন্দ্রের কারনে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই হচ্ছে না বলে তারা মনে করছেন। অভিভাবক ও সচেতন মহলের অভিমত আগামীতে এই পদ্ধতি হতে বের হয়ে আসতে হবে।
তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু ফলাফলে সন্তোষ প্রকাশ করেন, তবে এরচেয়ে আরও ভালো ফল হতে পারতো কিন্তু কেন্দ্রের কিছু প্রতিবন্ধকতা আমাদের ভালো ফলাফলে বাধা সৃষ্টি করেছে।