চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাথিলা পূজামণ্ডপে মদ খেয়ে মাতলামি করার দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃত তিনজনকে জেল হাজতে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সুত্রে জানা যায়, রাতে তারা তারা মহেশপুর থেকে সিএনজিযোগে মদ্যপান অবস্থায় ওই মন্দিরে পূজা দেখার জন্য আসেন। এ সময় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ছেলেরা গানের সঙ্গ নাচানাচি করলে তারাও সেখানে যোগদান এবং মাতলামি শুরু করেন। পরে দায়িত্বরত পুলিশ তাদের আচার-আচরণ ও তারা বাইরের লোক বুঝে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন হাফিজুর রহমান ও ইসমাইল হোসেন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে।