
স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খানকে সাথে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা পৌর এলাকায় ঋষিপাড়া শ্রীশ্রী রাজেশ্বরী দুর্গা মন্দির নেতৃবৃন্দ প্রথমে পরিদর্শন করেন। মন্ডপে পৌঁছালে সভাপতি স্বপন কুমার দাস তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।
এরপর তারা পৌর এলাকার সকল পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি উপজেলার বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শনে যান।
এ সময় চৌগাছা উপজেলা বিএনপি সভাপতি এম এ সালাম, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, জেলা বিএনপির নেতা আলী হোসেন মদন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, সাবেক মেম্বার গোবিন্দ কুমার রাহা, আব্দুল মুজিদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মইনুদ্দিন, যুব নেতা মনিরুল ইসলাম, ফারুক হোসেন, বি এম মিঠু, হৃদয় খান, আহমেদ রাসেল। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহবায় জসীমউদ্দীন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।