নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৩০ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়।