যশোরের চৌগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা অসংখ্য জনক হওয়াই যশোরের রেফার করা হয়েছে। মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন উপজেলার সিংহঝুলী গ্রামের মৃত আবুল দফাদারের ছেলে আরিফুল ইসলাম (২৭), মসিয়ুরনগর গ্রামের মোহাসিন আলির ছেলে আব্দুর রহিম (৩৫), মাজালী গ্রামের মোহাম্মদ আলির ছেলে মামুন হোসেন (৩৭), মসিয়ুরনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে রানা (৩২) ও বাটিকামারি গ্রামের সানোয়ার হোসেন ছেলে আলমগীর হোসেন ( ৪২)।
এরমধ্যে মামুন ও রানাকে যশোরে রেফার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বাটিকামারী গ্রামের সানোয়ারের ছেলে উজ্জ্বল হোসেনের সাথে সিংহাঝুলি গ্রামের আরিফুলে সাথে জায়গা জমি ও বিদেশী টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উজ্জ্বল হোসেন চৌগাছা থানা একটি আভিযোগ করেন। এখবর জানতে পেরে আরিফুলের নেতৃত্বে ৮/১০ জন মঙ্গলবার বিকেলে বাটিকামারী গ্রামে যায়। সেখানে ইটালী প্রবাসি আলমগীর হোসেনের সাথে আরিফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে চৌগাছা থেকে যাওয়া ব্যক্তিদের ঘিরে ফেলে। এরপর স্থানীয়রা তাদেরকে ব্যাপক মারপিট করে আহত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করেন। আটককৃতরা হলেন আরিফুল ও রহিম।
সংশ্লিষ্ট ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, চৌগাছা থেকে আসা ব্যাক্তিরা ইটালি প্রবাসী আলমগিরকে মেরে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলেন এবং মারপিট করে। পরবর্তীতে পুলিশ এসে ২ জন কে আটক করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।