রোববার( ১৫ সেপ্টেম্বর) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়, “আসামিকে হাই কোর্টের নির্দেশনা মেনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসামির তথ্যগুলো যাচাই বাচাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে বিধায় তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।”
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাকে আদালতে তোলা হলে মহানগর হাকিম আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।