খুলনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধা কদরুলের হদিস নেই, স্ত্রীর জিডি
তারিকুল ইসলাম আলভী
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. কদরুল হাসান গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, তিনি খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার নিখোঁজের ঘটনায় স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা এবং খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাঈদা খাতুন এই তথ্য জানান। তিনি বলেন, “আমার স্বামী কদরুল হাসান খালিশপুরস্থ সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্ট-টাইম কাজ করেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তার ভূমিকা ছিল অসাধারণ, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহে তিনি দিনরাত কাজ করেছেন।”
৫ সেপ্টেম্বর বিকেলে কদরুল হাসান বাসা থেকে বের হন এবং সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ফোনে শেষবার কথা হয়, যেখানে তিনি জানান যে ত্রাণের কাজে ব্যস্ত আছেন এবং দ্রুত বাসায় ফিরবেন। তবে তিনি আর ফেরেননি। রাত ১১টার দিকে তার ফোন খোলা পেলেও সাড়া মেলেনি। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা কামনা করে কদরুলের দ্রুত সন্ধান চেয়েছেন।