
ড্যাবের কঠোর দাবি: খুলনা মেডিকেলের সমস্যা সৃষ্টিকারী ডা. মোস্তফা কামালের শাস্তি
তারিকুল ইসলাম আলভী
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অচলাবস্থার জন্য দায়ী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল কোনোভাবেই ড্যাবের সদস্য নন এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ড্যাব নেতারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে ড্যাবের খুলনা মহানগর সভাপতি ডা. মোস্তফা কামাল এবং জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবলু বলেন, “ডা. মোস্তফা কামাল তার অপ্রাতিষ্ঠানিক কাজের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম স্থবির করে দিয়েছেন। তাকে ড্যাবের সদস্য হিসেবে প্রচার চালানোর অপচেষ্টা চলছে, যা সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র। তবে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ডা. মোস্তফা কামালের সঙ্গে ড্যাবের খুলনা জেলা ও মহানগর শাখার কোনো সম্পর্ক নেই। আমরা প্রশাসনের কাছে তার কঠোর শাস্তির দাবি জানাই।
এদিকে, সকালে দেওয়া পৃথক এক বিবৃতিতে ড্যাবের জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবুল উল্লেখ করেন, ডা. মোস্তফা কামাল আসলে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন এবং তাদের সহযোগিতায় তিনি বর্তমানে মেডিকেল কলেজে চাকরিরত। স্বাচিপ নেতাদের নির্দেশে তিনি এই অচলাবস্থা সৃষ্টি করে থাকতে পারেন বলে অভিযোগ করেন ডা. রফিকুল হক। ড্যাব নেতারা বিষয়টি নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও তদন্তের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আর না ঘটে এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা যায়।