খুলনায় গণপিটুনিতে আহত ট্রিপল হত্যা মামলার প্রধান আসামি জাকারিয়া শেখ
তারিকুল ইসলাম আলভী
খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালি এলাকায় ২০২০ সালের আলোচিত ট্রিপল হত্যা মামলার প্রধান আসামি এবং সাবেক আওয়ামী লীগ নেতা জাকারিয়া শেখ গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাতে মশিয়ালি রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জাকারিয়া শেখ বাড়ি ফিরছিলেন। এ সময় এলাকাবাসীর একাংশ তাকে ঘিরে ধরে এবং মারধর করে। মারধরের একপর্যায়ে তাকে মৃত ভেবে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল ত্যাগ করে। পরে জাকারিয়ার আত্মীয়-স্বজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০২০ সালের ১০ জুলাই মশিয়ালি এলাকায় জাকারিয়া শেখ এবং তার দুই ভাইয়ের নেতৃত্বে একদল অস্ত্রধারী এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ করে। এতে আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম, রাজমিস্ত্রির হেলপার গোলাম রসুল, এবং ছাত্র সাইফুল ইসলাম নিহত হন। এ ছাড়া আরও ৯/১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এ ঘটনার পর নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল শেখ ১৮ জুলাই খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে জাকারিয়া, তার ভাই শেখ জাফরিন হাসান ও মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। উল্লেখ্য, জাকারিয়া শেখ খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন। তবে, এই ঘটনা পরবর্তী সময়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।