*মৎস্যজীবীদের বিক্ষোভ আর জি কর নিহত ডাক্তারের ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মৎস্যযান নিয়ে উল্লেখিত একাধিক দাবিতে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ*
*বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:~*
সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বনবিভাগের চুলকাটি ক্যাম্পে অর্থাৎ রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত মৎস্যজীবীদের মৎস্যযান নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হলো। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে ৫ শতাধিক এর অধিক মৎসজীবী তাদের দাবি সুন্দরবনের নদী ও খাড়িতে মাছধরার অধিকার বহাল রাখতে হবে। এবং যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের বিকল্প সরকার কাজের ব্যবস্থা করা।ও সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ, কুমির হিংস্র জন্তুর প্রকৃতি দুর্যোগে দ্বারা মৃত মৎস্যজীবী পরিবারে একজনকে সরকারি চাকরি ব্যবস্থা করা। তাছাড়াও বনদপ্তরের অত্যাচার ও জুলুম হয়রানীর জরিমানা নেয়া বন্ধ করা। এছাড়াও আরজিকর মেডিকেল কলেজের অত্যাচারিত নিহিত ডাক্তারের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনা জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে। ২০ আগস্ট চুলকাঠি প্রগ্রেসন ক্যাম্পে লিখিত জানানো সত্ত্বেও কোন সুরঃ হয়নি। তাই আজকের চুলাকাঠি ক্যাম্পে আবারও উপস্থিত হয়ে দেখেন ভিতর ও বাহিরে থেকে তালা বন্ধ এই অবস্থা দেখে বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত চুলকাটি নদী অবরোধ করেন মৎস্যজীবীরা।আজকের এই বিক্ষোভে রায়দীঘী,পাথর প্রতিমা,নামখানা,কাকদ্বীপ, কুলতলী,ক্যানিং,বাসন্তী সহ গোসাবা থেকে ৫ শতাধিক মৎস্যজান সহ মৎস্যজীবীরা ও মৎস্য কর্মচারী ইউনিয়ন এর সম্পাদক হারাধন ময়রা সহ সভাপতি অমল সাউ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ উপস্তিত ছিলেন। এই সংগঠনের সহ-সভাপতি অমল সাউ জানান আমাদের দাবি না মেনে নিলে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে লাগাতার ভাবে সুন্দরবনের সমস্ত বিডও অফিস, রেঞ্জার অফিস উল্লেখিত হইতে লাগাতার বিক্ষোভ চলবে।