কেরালায় মুখ্যসচিব থেকে স্বামীর অবসরের পর পদে বসলেন স্ত্রী। কেরালায় ঘটে যাওয়া এই ঘটনার সাক্ষী হলো গোটা ভারত। আজ সোমবার ২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার, ১৯৯০ সালের ব্যাচের আইএএস ভি বেণুর কর্মজীবনের মেয়াদ শেষ হয়। ঠিক একই দিনে নতুন মুখ্যসচিব হিসাবে তার স্ত্রীকে নিযুক্ত করে কেরালার পিনারাই বিজয়নের সরকার। কারণ- ১৯৯০ সালের একই ব্যাচের আইএএস সারদা মুরলীধরন (ভি বেণুর স্ত্রী)।
দায়িত্ব গ্রহণের পর, স্ত্রী তথা মুখ্যসচিব পদে নিজের উত্তরসূরিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান সদ্য প্রাক্তন বেণু। মুখ্যসচিব হওয়ার আগে কেরালার অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন সারদা। একই ব্যাচের আমলা হলেও বেণুর তুলনায় বয়সে একটু ছোট সারদা।