সংবাদ ৭১ বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্র নায়িকা মৌমিতা মৌ। বিয়ের জন্য খুঁজছেন পাত্র। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই নায়িকার অভিষেক ঘটে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি, তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। পরিচালক মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ ছবিতে নায়ক জয় চৌধুরীর সঙ্গে একটি গানে বেশ ভাইরাল হন তিনি। এছাড়াও সিনেমার পাশাপাশি টিভি নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। নতুন করে ঘুরেফিরে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। আর সেই প্রশ্ন হচ্ছে, কবে বিয়ে করবেন মৌমিতা? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই তারকা। জানিয়েছেন, মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে তেমন কাউকে পেলে বিয়ের সিদ্ধান্ত নেবেন।
বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন সেটাও জানিয়েছেন এই নায়িকা। মৌমিতার ভাষায়, ‘আমাদের জগৎ নিয়ে মানুষের মনে ভিন্ন চিন্তা। ভাবেন আমাদের লাইফ হয়তোবা অনেক বিলাসী হতে হয়। তা কিন্তু ঠিক নয়। মানুষ চলার জন্য এতো বেশি টাকার প্রয়োজন নেই। আজ দেশে হাজার কোটি টাকার মালিক পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ের জন্য ভাল পাত্র হলেই চলবে। দিনশেষে সবাই একটা ভাল সংসারে যেতে চায়। তিনিও হয়তো তাই চাইছেন’।
এই নায়িকা নিজেকে সিঙ্গেল বলে দাবি করে তিনি বলেন, ‘অনেক সাংবাদিকের ভয়ে বিয়ে করতে পারি না। বিয়ে করলেই তো খোঁচা-খুঁচি করে যদি সংসার ভেঙ্গে দিবার ভয় থাকে।’ প্রেম ভালোবাসা নিয়ে মৌমিতা হাস্যরসকভাবে বলেন, এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।
নতুন কাজে ফেরা প্রসঙ্গে মৌমিতা জানিয়েছেন, আপাতত হাতে সিনেমার কাজ কম। তাই নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
মানিকগঞ্জের মেয়ে মৌমিতা। তিনি সরকারি ইডেন কলেজ থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স শেষ করেছেন। ২০১৩ সালে ঢাকায় একটি নাচের ক্লাসে ভর্তি হন মৌ। প্রথম দিনের ক্লাসে নির্মাতা কালাম কায়সার তার নাচ দেখে মুগ্ধ হন। নির্মাতা কালাম কায়সার সে দিনই মৌকে সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এরপর মৌ ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। সিনেমাটি মুক্তির পরই চলচ্চিত্র-সংশ্লিষ্টদের চোখে পড়েন তিনি। পরবর্তীতে মৌমিতা রাজু চৌধুরীর তুই শুধু আমার ছবিতে কাজ করেন। মৌমিতা শৈশব কেটেছে মানিকগঞ্জে। মোশারফ হোসেন ও মনোয়ারা দম্পতির কনিষ্ঠ সন্তান মৌ।