পাইকগাছার বন্য দুর্গতের পাশে রাড়ুলী ইউনিয়ন চাকরিজীবি মানব কল্যাণ সোসাইটি।
শাহীন রাজা
খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নেন ১৩ গ্রাম প্লাবিত হওয়ায় গৃহহীন হয়েছে কয়েকহাজার মানুষ। ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল কলেজ সাইক্লোন সেন্টারেসহ গ্রামসুরক্ষা ওয়াপদার উপর। চরম মানবতার জীবন যাপন করছে হাজারো মানুষ।
একদিকে যেমন গৃহহীন হয়েছে পরিবারগুলো অন্য দিকে খাদ্য সংকটে রয়েছে বন্যকবলিত এলাকার সকলে, কেউ কেউ আবার ইউনিয়ন ছেড়ে আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন পাশের ইউনিয়নে।
পরিবার গুলোর জন্য অভিশপ্ত সেই ওয়াপদার বাঁধ মেরামতের কাজ শেষ হলেও ঘরে ফিরতে পারছে না পরিবার গুলো, শেষ আশ্রয় টুকু হারিয়ে মানবতার জীবন যাপন করছে এখন দেলুটি ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ।
বন্য কবলিত এলাকায় শুকনা খাবার পর্যাপ্ত পেলেও বেশির ভাগ ঘরবাড়ি ভেঙে গেছে বানের পানিতে।
ভুক্তভোগী পরিবার গুলোর দাবি নগত অর্থ বা ঘরবাড়ি মেরামতের মত উপকরণ দিয়ে সহযোগিতা দিয়ে পাশে দাড়ানো সময়ের দাবি। রাড়ুলী ইউনিয়ন চাকরিজীবি মানব কল্যাণ সোসাইটি ইতিপূর্বে করোনাকালীনসহ সকল সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে মানুষের পাশে দাড়িয়েছেন।
৩১/০৮/২৪ রাড়ুলী ইউনিয়ন চাকরিজীবি মানব কল্যাণ সোসাইটির একটি বিশেষ টিম দেলুটির ৬০ টি পরিবারের মাঝে ১০০০ ( এক হাজার) করে নগত অর্থ দিয়ে পাশে দাড়িয়েছে। মোট ৬০ (ষাট) টি পরিবারকে ৬০,০০০/ (ষাট হাজার টাকার অনুদান দিয়ে পাশে দাড়িয়েছে।