পাইকগাছায় বন্য প্লাবিত মসজিদ সংস্কারে সকলের সহযোগিতা চেয়েছে এলাকাবাসী
শাহীন রাজা
খুলনা পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে সম্প্রতি বন্যায় ১৩ টি গ্রাম প্লাবিত হয়েছে, বাস্তচ্যুত হয়েছে হাজারও মানুষ, যেমন গৃহহীন হয়েছে তেমনি হয়েছে কর্মহীন ও চরম খাদ্য সংকট দেখা দিয়েছে বন্য কবলিত এলাকায়।
২২ আগষ্ট গ্রাম সুরক্ষা বাঁধ ভেঙে দেলুটিয়ার ১৩ টি গ্রাম পানির নিচে নিমজ্জিত হয়। অসহায়ের মত অপলক দৃষ্টিতে দাড়িয়ে নির্বাক দাড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিলনা ইউনিয়ন বাসীর। প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ে সকলে।
একইভাবে ক্ষতিগ্রস্ত হয় ধর্মীয় উপাসনালয় গুলো পানির নিচে তলিয়ে যায় দেলুটিয়ার বিগারদানা পাঞ্জেগানা মসজিদটি। মাটি ও টিনের তৈরি এই মসজিদটি বন্যার পানিতে ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় মূল অবকাঠামো।
স্থানীয় মুসল্লিরা জানান বর্তমানে নামাজ আদায় করতে চরম অসুবিধা হচ্ছে। এই গ্রামের ছোট্ট এই মসজিদটি প্রায় দুই যুগ পূর্বে এলাকা বাসী তৈরি করেন তবে জনবসতির হার কম থাকায় এবং মুসল্লিদের আর্থিক অসচ্ছলতার কারণে জামে মসজিদ হিসেবে গড়ে তোলা হয়নি এবং আধুনিক দৃষ্টিন্দন মসজিদ করতে পারিনি আমরা।
এলাকাবাসীর জুম্মার নামজ আদায় করতে নদী পাড়ি দিয়ে নৌকা যোগে যেতে হয় পাশের গ্রাম হাড়িয়াতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি অত্র মসজিদ পুনঃনির্মাণে পাশে দাড়িয়ে অত্র এলাকায় জামে মসজিদ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন অত্র মসজিদের সভাপতি মোঃ আনছার আলী জানান সকলকে পাশে দাড়িয়ে আমাদের সহযোগিতা করবেন এমনটা প্রত্যশা করি। প্রয়োজনে যোগাযোগ করতে সভাপতি অত্র মসজিদের ০১৯৮৫-৪১৮৭৩২ এবং ঈমাম সাহেব ০১৯৮৬-৬০৭৯১৬। দ্রুত পাশে দাড়ানো জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন অত্র মসজিদ সংশ্লিষ্ট সকলে।