বন্যার্তদের সহায়তায় আজ খুলনায় কনসার্ট
তারিকুল ইসলাম আলভী
পূর্ব ও দক্ষিণাঞ্চল বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে এরই মধ্যে দেশের মানুষ দাঁড়িয়েছে। যে যার স্থান থেকে সাধ্যমতো দেশের এই সংকটকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। পিছিয়ে নেই দেশের শিল্পীসমাজও। তারাও এগিয়ে এসেছেন এই বিপদে। পিছিয়ে নেই ব্যান্ড ইন্ডাস্ট্রিও। কনসার্ট করে তারা ফান্ড রাইজিং করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এবার বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা। রংমশাল ও খুলনা ব্যান্ড মিউজিক কমিউনিটির উদ্যোগে আজ শুক্রবার এ কনসার্ট আয়োজন করা হবে।
কনসার্টে স্থানীয় ব্যান্ডসহ ঢাকা থেকে থাকবে ব্যান্ড সহজিয়া। কনসার্ট স্থান শিববাড়ী মোড়, খুলনা। ওপেন এ কনসার্টে বন্যায় ভেসে যাওয়া মানুষের জন্য অর্থ সংগ্রহ করা হবে। এ বিষয়ে খুলনা ব্যান্ড মিউজিক কমিউনিটির পক্ষ থেকে এরই মধ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখান থেকে অর্জিত সব অর্থ তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করবে। কনসার্ট শুরু হবে আজ বেলা ৩টায়।
কনসার্টে পারফরম্যান্সের তালিকায় রয়েছে নেক্রোম্যানার্স, এম সুইচ, ডেমোক্রেইজ ক্লাউনস, ব্লাডসেল, টাইডাল ফ্লো, সার্চলাইট, দ্য এনার্কিস্ট, এলাউভ, ইয়ন্স অপেরা, চিলেকোঠা, কাঠবাক্স ও সহজিয়া।
এর আগে ঢাকায় বিভিন্ন স্থানে বন্যায় ভেসে যাওয়া মানুষদের জন্য কনসার্ট করেছে দেশের ব্যান্ডগুলো। সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়য়ে ২৮ আগস্ট কনসার্ট করেছে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ কে রাহুল অ্যান্ড ব্ল্যাক জ্যাং।