স্টাফ রিপোর্টার
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরনে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যশোরের চৌগাছায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতা মনজুরুল হোসেন পিন্টুর সভাপতিত্ব প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম । বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার।
বিএনপি নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন বিএনপির সবেক আহবায়ক মুসা খা, সাবেক যুগ্ম আহবায়ক এসএম মিলন, মিজানুর রহমান, চৌগাছা পৌর বিএনপি নেতা প্রভাষক বিএম হাফিজুর, বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, মাষ্টার শহিদুল ইসলাম, কবির উদ্দিন বাবলু, আব্দুল মালেক, হুমায়ুন কবির স্বপন, আব্দুস সালাম, আব্দুল মান্নান, হাফিজুর রহমান, খাইরুল ইসলাম, টিপু সুলতান, শাহীনুর রহমান, স্বেচ্চাসেবকদলের উপজেলা শাখার সদস্য সচিব আবু বকর, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।