দিঘলিয়ায় রাজনৈতিক সহিংসতায় ২৪৩ জনকে আসামি করে মামলা।
তারিকুল ইসলাম আলভী
দিঘলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সহিংসতার ঘটনায় তিনটি মামলা হয়েছে, যেখানে মোট ২৪৩ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ১৭৩ জন এজাহারভুক্ত এবং ৫৫ জন অজ্ঞাতনামা।
প্রথম মামলাটি হয় ২০২২ সালের ২৫ আগস্ট, যখন বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালের দিঘলিয়া আগমনের সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলার শিকার হন। মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল পারভেজ কাঁকন। এ মামলায় সাবেক সংসদ সদস্য মূর্শেদীসহ ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০-২৫ জনকে।
একই দিনে দ্বিতীয় মামলা দায়ের করেন চন্দনী মহলের মো. জাহিদুল মোল্লা। এ মামলায় যুবলীগ নেতা রহিম গাজীসহ ২১ জন স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে, এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা।
তৃতীয় মামলাটি হয় ২০২২ সালের ২৫ আগস্ট, যখন বিএনপি’র নেতাকর্মীরা দলীয় কর্মসূচি শেষে ফেরিঘাট রাস্তায় হামলার শিকার হন। এ মামলাটি দায়ের করেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল ইসলাম। মামলায় সাবেক সংসদ সদস্য মূর্শেদীসহ ৮৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, এবং আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা।
এছাড়া একই দিনে ফুলতলা থানায় দায়ের করা আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ হেলালউদ্দিনসহ দিঘলিয়া উপজেলার ১৪ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এই মামলাগুলোর তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা দিঘলিয়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।