যশোর জেলার ঝিকরগাছা উপজেলাধীন ঝিকরগাছা মহিলা কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ শাহনূর কবির পলাতক!! কোটি কোটি টাকা আত্মসাৎ।
বিশেষ সংবাদদাতা
বিগত ৬/৮/২৪ তারিখ থেকে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনূর কবির কলেজে অনুপস্থিত /পলাতক রয়েছে। ৫ আগষ্ঠের পরের দিন ৬ আগষ্ঠ সকাল দশটার সময় উক্ত কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান পিন্টু ও সহকারী অধ্যাপক তবিবুর রহমানের নেতৃত্বে অধিকাংশ শিক্ষক অধ্যক্ষ মহোদয় এর কক্ষ থেকে বঙ্গবন্ধুর ও পলাতক শেখ হাসিনার ছবি নামাতে অনুরোধ জানালে অধ্যক্ষ মহোদয় ছবি নামাতে অস্বীকৃতি জানান। পরে শিক্ষকদের চাপের মুখে ছবি নামাতে বাধ্য হন।
এরপর কলেজে শিক্ষক মিলনায়তনে এক মিটিংয়ে অধ্যক্ষ মহোদয় এর বিরুদ্ধে শিক্ষকদের আনিত অভিযোগ, বিশেষ করে শিক্ষক / কর্মচারীদের বিরুদ্ধে শো-কজ,সাসপেন্ড, উচ্চতর স্কেলের রেজুলেশন, ছুটির আবেদন, টাইম স্কেলের রেজুলেশন সহ বিভিন্ন কাজের অজুহাতে সংশ্লিষ্ট শিক্ষক / কর্মচারীদের জিম্মি করে মোটা অংকের উৎকোচ গ্রহণ করেছেন। উপস্থিত ২৮ জন শিক্ষকের স্বাক্ষরিত তালিকায় প্রায় ২০ লক্ষ টাকা অধ্যক্ষের নিকটে পাওনা দাবী করেন। দাবির মুখে অধ্যক্ষ আগামীকাল দিব বলে কলেজ ছেড়ে দৌড়ে ্পালান। সেই থেকে কলেজে অনুপস্থিত রয়েছে।
বিগত ২০০৯ থেকে অত্র কলেজ এর অধ্যক্ষ শাহনূর কবির কতিপয় আ”লীগপন্থী
শিক্ষকদের সাথে নিয়ে কলেজে নিয়োগ বানিজ্য সহ অনিয়ম, দূর্নীতি ও সেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে জামায়াত, বি,এন,পি পন্থী শিক্ষকদের সাথে চরম ্দূর্ব্যবহার ও নাজেহাল করে ঘুষ বানিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে। বিশেষ করে জামায়াত ও বি,এন,পি, পন্থী শিক্ষকরা নাশকতার মামলায় গ্রেফতার হলে , জেল খাটার পরে তাদেরকে সাসপেন্ড করে মোটা অংকের প্রায় ২০ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিয়ে তাদেরকে জয়েন্ট করতে হয়েছে।
বিগত আওয়ামী লীগের আমলে কতিপয় আওয়ামী লীগের শিক্ষক ও সভাপতির মাধ্যমে অত্র কলেজে আড়াই কোটি টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ রয়েছে।
গত ১৯/৮/২৪ তারিখে অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ তবিবুর রহমান বাদী হয়ে দূর্নীতি দমন কমিশন, যশোর বরাবর অভিযোগ দাখিল করেন। ২১/৮/২৪ তাং কলেজ শিক্ষক মিলনায়তনে ঝিকরগাছা বি,এন,পির নিপুণ সাহেব এর নেতৃত্বে শিক্ষকবৃন্দের সাথে মত বিনিময় করেন। শিক্ষকরাও তাদের পাওনা টাকা ও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন।
এদিকে গত ২৪/৮/২৪ তাং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা আমীর অধ্যাপক হারুনর রশিদ ও সেক্রেটারি মাওলানা আঃ আলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষক মিলনায়তনে মতবিনিময় করছেন। জামায়াতের আমির সুস্পষ্ট ভাবে জানিয়েছেন যে,জামায়াত কখনও দুনীতিকে প্রশ্রয় দিবেনা বরং নির্যাতিত শিক্ষকদের পাশে জামায়াত থাকবে। শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে। আর নিয়োগ বানিজ্যের টাকা কলেজ ফান্ডে ফেরত দিতে হবে।