বিশেষ সংবাদদাতা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডাকাত সন্দেহে ৯ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গত বুধবার ২৮ আগস্ট দিবাগত রাত ২টার দিকে আবাসিক এলাকার এফ ব্লকের ২৭ নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে তারা। এসময় ডাকাত দলকে ভবনের ভেতরে আবদ্ধ করে রাখে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ১৫ জনের একটি দল ডিজিএফআই পরিচয়ে বাড়িতে প্রবেশ করেছিলো। তারপর শুরু করে লুটপাট। বাড়িটির বাসিন্দারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে বাড়ির প্রধান ফটকে তালা দেয়। পরে ডাকাত দলকে দড়ি দিয়ে বেঁধে রাখে তারা। সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ডাকাত দলের সদস্যদের পুলিশের কাছে সোপর্দ করে।