অবশেষে সাকিব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে বিসিবি। বিসিবি মঙ্গলবার (২৭ আগস্ট) ঘোষণা করেছে যে অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সময় একটি খুনের মামলায় নাম উঠে এলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।
তবে প্রশ্ন উঠেছে সাকিব দেশে আসবে নাকি বাহিরে থেকে বাংলাদেশের হয়ে সিরিজ খেলবে। এ নিয়ে আজ বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় সাকিব প্রসঙ্গে তিনি বলেন, সাকিবের ব্যাপারে ভারত সিরিজের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ফারুক বলেন, ‘ওর এনওসি নেওয়া আছে। ভারত সিরিজ বাইরে থেকে এসেই খেলবে। ভারত সিরিজের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ এর আগে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি জানিয়েছিল, সাকিবের শাস্তি হওয়ার আগপর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে।