বিশেষ সংবাদদাতা
বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চায়। সকল উপদেষ্টা তাদের সম্পদের হিসাব জমা দেবে।
আজ বুধবার ২৮ আগস্ট বিকেলে পেট্রোবাংলায় এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে প্ল্যান্ট করা হয়েছে। তবে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সরকার জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ ক্ষেত্র তৈরির প্রকল্প নেবে না। এ সময় আগামী ১ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এখন দাবি-দাওয়ার মৌসুম শুরু হয়েছে। এই সরকার বানের জলে ভেসে আসা সরকার নয়। ছাত্র-জনতা সরকারের সাথে রয়েছে। ১৬ বছরের বৈষম্য ২০ দিনে দূর করা সম্ভব নয়। এ সময় রেমিট্যান্স বাড়ার ফলে অর্থনীতি ঘুরে দাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।