স্টাফ রিপোর্টার
চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক নারীর প্রায় তিন লাখ টাকা খোয়া গেছে। সোমাবর দুপুরে চৌগাছা বাজারে মাদ্রসা সড়কে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর জামাতা গোলাম মোস্তফা জানান, তার শ্বাশুড়ি রেহেনা বেগম উপজেলার ধুলিয়ানী গ্রামের বাসিন্দা। হাসপাতালের পরিবার করিকল্পনা পরিদর্শিকা (এফ,ডবলু,পি) পদে চাকুরি শেষে সম্প্রতি অবসরে গেছেন। সোমবার কিছু টাকা তুলতে তিনি চৌগাছা বাজারে আসেন। মাদ্রসা সড়কে বেকারী হতে খাদ্য সামগ্রী কেনার জন্য সেখানে যাওয়ার পথে তিন যুবক পিছু নেয়। হঠাৎ এক যুবক বলেন, চাচি আমার ব্যাগটি একটু ধরেন। এই বলে ব্যাগ হাতে দিতে যেয়ে নাকের কাছে চেতনানাশক নিয়ে যায়। মুহুর্তে ওই নারী আলাভোলা হয়ে যায়। এরপর যুবক মহিলাকে যে দিকে যেতে বলে তিনি সেই দিকেই যেতে শুরু করে। একপর্যায়ে বাজারের বড় মসজিদ গলিতে নিয়ে মহিলার গলার চেইন, হাতের চুড়িসহ অন্যান্য মালামাল নিয়ে ছিটকে পড়ে যুবকরা। যার বাজার মুল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে। বিকেলে ঘুরতে ঘুরতে মহিলা রেহেনা বেগম পৌর এলাকার মডেলস্কুল পাড়ার জামাতা গোলাম মোস্তফার বাসাতে যাই এবং ধীরে ধীরে মেয়ে জামাইকে ঘটনা খুলে বলেন। এ ঘটনার একদিন পার হলেও এখনও তিনি স্বাভাবিক হতে পারেনি বলে জানান স্বজনরা। সোমবার রাতেই চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগীর পরিবার।