বন্যার্ত মানুষদের সহায়তায় জন্য ৪১ হাজার টাকা দিয়েছেন পুরাণ ঢাকায় বসবাসরত ‘তৃতীয় লিঙ্গের’ মানুষেরা।
সোমবার (২৬আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের ডেস্কে এ টাকা দেন তাঁরা।
এ সময় তাঁরা বলেন, আমরা এই এলাকায় থাকি। কোতয়ালী, বংশাল, লালবাগ থানায় আমরা টাকা কালেকশন করি। আমরা সাধারণ মানুষের টাকায় চলি। এখন তাদের বিপদ, তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে চাই।
তৃতীয় লিঙ্গের পক্ষে লাজুক বলেন, আমরা পাবলিকের টাকায় খাই, পাবলিকের টাকায় পরি। আজ সেই পাবলিক যদি না বাঁচে তাহলে আমরা কিভাবে বাঁচব? আমাদের কাছ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা পাবলিকের পাশে দাঁড়ান, বন্যার্তদের পাশে দাঁড়ান।